অবতক খবর,৭ সেপ্টেম্বর: কোভিড ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে হুড়োহুড়ি এড়াতে রাজ্য সরকার তথা স্বাস্থ্য দপ্তর অভিনব এক উদ্যোগ নিয়েছে। রাজ্যের যে সমস্ত মানুষের এখনো কোভিড ভ্যাকসিন নেওয়া হয়ে ওঠেনি তাদের হাতে আশা কর্মী, পৌরসভা কর্মী সহ বিভিন্ন রাজ্য সরকারি কর্মীরা কোভিড ভ্যাকসিন নেওয়ার স্লিপ পৌছে দিচ্ছেন।

যে স্লিপে ওই স্লিপ প্রাপকের কোভিড ভ্যাকসিন নেওয়ার তারিখ, কোথা থেকে কোভিড ভ্যাকসিন নিতে পারবেন সেই জায়গার নাম সহ সমস্ত তথ্য লেখা থাকছে। সেইমতো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার উদ্যোগে বালুরঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বালুরঘাট পৌরসভার কর্মীরা কোভিড ভ্যাকসিন প্রাপকের হাতে কোভিড ভ্যাকসিনের স্লিপ পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি এই পৌর কর্মীরা এই সমস্ত মানুষের মধ্যে এখনো কোভিড ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ভীতি কাজ করছে তাদের সচেতন করে তুলছেন এবং কোভিড ভ্যাকসিন নিতে উৎসাহিত করছেন। তেমনি বালুরঘাট পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনি এলাকার কলোনি বাসীদের মধ্যে কোভিড ভ্যাকসিন সম্পর্কিত সচেতনতা গড়ে তোলার পাশাপাশি বালুরঘাট পৌরসভার পৌর কর্মীরা কোভিড ভ্যাকসিনের স্লিপ পৌঁছে দেন।

সাধারণ মানুষের মধ্যে কোভিড ভ্যাকসিন সম্পর্কিত সচেতনতা গড়ে তুলতে পেরে খুশি বালুরঘাট পৌরসভার পৌর কর্মীরাও।