অবতক খবর, সংবাদদাতা,বর্ধমান :: কোভিডে বেসামাল গোটা দেশ।একই অবস্থা এই রাজ্যের।পূর্ব বর্ধমানেও কোভিডের গ্রাফ উদ্ধমুখী।এরই মাঝে ঈদ তাই মঙ্গলবার ঈদ উপলক্ষ‍্যে বর্ধমানের টাউনহলে বৈঠকে বসলো জেলা প্রশাসন।ঈদ কমিটিকে সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠকে আলোচনা হল। কিভাবে মহামারীর মধ্যে ইদের অনুষ্ঠান করা যায়।কিভাবেই বা নমাজ পাঠের আয়োজন করা হবে।এই সব নিয়ে আলোচনা হয়।

আলোচনায় ঠিক হয় যে নমাজ পাঠের আয়োজন করা হলে ৫০জনের বেশি লোক জমায়েত করা যাবে না ,পাশাপাশি স‍্যোশাল ডিসস্ট‍্যান্ড বজিয়ে রেখেই এই ঈদ পালন করার কথা বলেন জেলা প্রশাসন।

এদিন এই বৈঠকে ৮৮জন উপস্থিত ছিলেন ঈদ কমিটির পক্ষ থেকে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বৈঠকে ছিলেন ডি এস পি হেডকোয়ার্টারে সৌভিক পাত্র ,বর্ধমান থানার আইসি পিন্টু সাহা,ট্রাফিক ওসি সংগ্ৰাম মৈত্র সহ অনান‍্য প্রশাসনিক আধিকারিকরা।