আজ পদ্মা মেঘনা বুড়িগঙ্গা পারের প্রবাদ প্রতিম মানুষ মুজিবুর রহমানের জন্মদিন।

কে মানুষটি
তমাল সাহা

কে মানুষটি
এপার বাংলা ওপার বাংলায়
তুলেছিল তুফান
এখনো আকাশে বাতাসে ভাসে
তার জীবনের জয়গান

কে মানুষটি
বলেছিল, ঘরে ঘরে দুর্গ গড়ে তোল
তোমাদের যা কিছু আছে
তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে
মানুষই মহান, কোথায় হিন্দু মুসলমান?

কে মানুষটি
হিম্মত দেখিয়ে বলেছিল,
আমাদের দাবায়ে রাখতে পারবা না
অনেক রক্ত দিয়েছি আরও রক্ত দেব অফুরান
যতোই চলুক মেশিনগান

কে মানুষটি
বলেছিল, শত্রুকে আমরা ভাতে মারবো,
পানিতে মারবো।
বলেছিল, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম

কে মানুষটি
রক্তে যার জীবন লেখা
ঝাঁঝরা হয়ে গিয়েছিল গুলিতে শরীর
ধানমন্ডির ঘর বারান্দা সিঁড়ি উঠান
করেছিল আকন্ঠ তার রক্তপান

সেই মানুষটি
রূপসী সোনার বাংলায় বিস্তীর্ণ পদ্মায় এখনো করে জলস্নান
গেয়ে চলে বাংলা বর্ণমালায় লৌকিক গান–
মুজিবুর রহমান