অবতক খবর,৬ আগস্টঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৫ই আগস্ট বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেদিনই নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ৬ই আগস্ট গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ব্লক ও টাউন গুলিতে তৃণমূলের কর্মী সমর্থকরা গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করবে। ঠিক সেই মতোই শুক্রবার কাঁচরাপাড়া কলেজের সামনে কাঁচরাপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে ও ১০০ দিনের টাকা, আবাস যোজনার টাকা সহ বিভিন্ন খাতের টাকা আটকে রাখার অভিযোগকে সামনে রেখে আজ কাঁচরাপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের সকল তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার সকল কাউন্সিলর ও মহিলা তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস ও ছাত্র তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে দুপুর ১২টা থেকে বিকেল চারটে পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা জানানো হয়। ঠিক সেই মতোই নির্ধারিত সময় মাথায় রেখে রবিবার এই কর্মসূচি তারা পালন করলেন।