অবতক খবর,১১ আগস্ট: দীর্ঘদিন ধরেই মুর্শিদাবাদ জেলাবাসীর আবেদনে মুর্শিদাবাদ জেলায় কৃষ্ণনাথ কলেজে বিশ্ববিদ্যালয় পঠন-পাঠন শুরু হয়েছে। বেশ কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলার ১৪ জন কলেজের ছাত্র-ছাত্রী ও অধ্যাপকেরা কৃষ্ণনাথ কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের কাছে আরবি পঠন-পাঠন চালু করার আবেদন জানান।
আজ কৃষ্ণনাথ কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুজাতা ব্যানার্জি জানান, ২০২১-এ আরবি পঠন-পাঠন চালু করার জন্য রাজ্য সরকারের কাছে রিকুজেশন পাঠানো হয়েছে। দ্রুত পঠন-পাঠন চালু হবে বলে তিনি আশাবাদী।

আরবি পঠন-পাঠন নিয়ে ছাত্র-ছাত্রীদের উপাচার্য বলেছেন বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনের জন্য সেইমতো পরিকাঠামো নেই। কিন্তু আরবি পঠন-পাঠনের জন্য খোলা আকাশের নিচে পঠন-পাঠন করতে পারে আরবি পড়তে আসা ছাত্রছাত্রীরা এবং সেই সঙ্গে তারা জানান, মুর্শিদাবাদ জেলা এত বড় অথচ পঠন পাঠনের জন্য আরবি পড়তে অন্য কোন জেলাতে যাওয়া লজ্জাজনক। তাই তাদের আশা দ্রুত কৃষ্ণনাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে আরবি পঠন-পাঠন চালু হোক, এতে উপকৃত হবে মুর্শিদাবাদ জেলা বাসী।