অবতক খবর :: নদীয়া ::    আজ নদিয়ার কৃষ্ণনগরে ছাত্র পরিষদের আয়োজনে এক রক্তদান অনুষ্ঠানে হাজির হলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য। গুপ্তিপাড়া ফেরিঘাট পার হয়ে আসার সময় শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা তাকে অভিনন্দন জানাতে পৌঁছে গিয়েছিল।

সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান “সম্প্রতি করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ভূমিকায় অনুপ্রাণিত হয়ে তারাও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম অপরিবর্তিত থাকলেও কেন্দ্র সরকারের ইচ্ছাকৃত পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির তারা আগামী দিন পথে নামতে চলেছেন।”

কৃষ্ণনগরের এই রক্তদান অনুষ্ঠানে স্থানীয় ৪০ জন ছাত্র পরিষদ সদস্য রক্ত দান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারা মন্ত্রী তথা বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। তারপর একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০২১ সালের লড়াইয়ের প্রস্তুতি এখন থেকে নিতে হবে বলে জানা যায়। অতিসত্বর এ ব্যাপারে নদীয়া জেলা কমিটি কিছু পরিকল্পনা গ্রহণ করতে চলেছে।