অবতক খবর,৫ এপ্রিল,খড়গপুর: দীর্ঘদিন ধরেই একাধিক দাবি সরকারকে জানিয়ে আসছিলেন ওরা। কিন্তু অভিযোগ, সেই দাবিতে কর্ণপাত করেনি সরকার। সেই কারণেই ফের আন্দোলনে কুড়মি সম্প্রদায়ের মানুষেরা ১ এপ্রিল থেকে জঙ্গলমহলে শুরু হয়েছে ‘ঘাঘর ঘেরা’ নামের অবরোধ কর্মসূচি। ডাক দেওয়া হয়েছে রেল অবরোধেরও। সেই ঘোষণা মতোই বুধবার ভোর থেকে পুরুলিয়ার কুস্তাউরে রেল ও ৫ নং রাজ্য সড়ক অবরোধ করলেন আদিবাসী কুড়মি সমাজ।

অবিলম্বে কুড়মিদের এসটি (ST) তালিকাভুক্ত করার দাবিতে অনির্দিষ্ট কালের জন্য এই অবরোধ শুরু করেছেন তাঁরা। কুড়মি সম্প্রদায়ের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো জানান, কথাবার্তা যা বলার তা দিন শেষ হয়ে গেছে। এবারে একটাই পথ গণতান্ত্রিক ভাবে আন্দোলন। সরকার অনেকবার বসে অনেক কথা বলেছে কোন কথাই রাখেনি। তাই আমাদের আন্দোলন করা ছাড়া আর কোন পথ নেই।