অবতক খবর,৫ এপ্রিলঃ চাষ যোগ্য কৃষি জমি থেকে দিনের বেলায় প্রকাশ্যে জেসিবি দিয়ে চলছে মাটি কাটার কাজ। অব্যাহত মাটি মাফিয়াদের দৌরাত্ম। প্রশাসনের নাকের ডগায় মাটি মাফিয়াদের ট্রাক্টর চললেও নীরব ব্লক ভূমি সংস্কার দপ্তর কিংবা প্রশাসন। আর যা নিয়েই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এমনই চিত্র ধরা পড়লো মুর্শিদাবাদের সুতি থানা এলাকার বাউড়িপুনিতে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অবাধে চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম। সুতির বাউড়িপুনি এলাকা থেকে ট্র্যাক্টরে করে মাটি নিয়ে সেই মাটি ঝাড়খন্ড কিংবা সামসেরগঞ্জের দোগাছি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কৃষি জমি থেকে জেসিবি দিয়ে রীতিমতো মাটি নিয়ে যাওয়া হচ্ছে ট্র্যাক্টরে। বিষয়টি নিয়ে কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে সুতি থানা পুলিশ এবং ভূমি সংস্কার দপ্তর।

এদিকে শুধু সুতিতে নয়, সামসেরগঞ্জের লস্করপুর এবং দোগাছির শেষ প্রান্তেও মাটি কাটার অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। যদিও মঙ্গলবারই সেই অভিযোগ পেয়ে কড়া ততপরতা গ্রহণ করে সামসেরগঞ্জের ভুমি সংস্কার দপ্তর এবং পুলিশ। সামসেরগঞ্জের BLRO তাপস পালের দাবি, যেখানেই মাটি কাটার খবর মিলেছে সেখানেই হানা দিয়ে ট্রাক্টর বাজেয়াপ্ত করা হচ্ছে। ইতিমধ্যেই মঙ্গলবার বেশ কয়েকটি ট্রাক্টরও বাজেয়াপ্ত করা হয়েছে। মাটি মাফিয়াদের দৌরাত্ম রোধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ। অবিলম্বে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ।