ওরা আট কৃষককে হত্যা করেছে,
লখিমপুর ইজ বার্নিং…

মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে শুধু স্বপ্নই দেখে।
সকালে হোয়াটসঅ্যাপ খুলে দেখি
ক্রমাগত আসছে গুড মর্নিং!

কিসের কবিতা?
তমাল সাহা

কিসের কবিতা?
কার জন্য কবিতা?
কিসের তাল মাত্রা ছন্দ?
শাসক দাঁড়িয়ে আছে, হাতে তার অস্ত্র
পোশাকে ভুরভুর করছে রক্তের গন্ধ!

কবিতা! কবিতা! কবিতা!
না, কোনো কবিতা না।
খেতির বাতাস ছুটে যায়
বুকে তার সন্তান হারানোর কান্না।
কান্নার আবার চিত্রকল্প কি!
উপমা নির্মাণ করবে নাকি?
যেমন
বৃষ্টির মতো কান্নার জল ঝরে
চাষির মৃতদেহ পড়ে আছে পথের উপরে
আর কত চাষী খুন হলে
তুমি দাঁড়াবে ঘুরে!

প্রতিবাদী আট চাষির লাশ
সাজানো লখিমপুরের রাস্তায়
দাঁড়িয়ে আছে ঘাতক
মানুষখোর আগ্নেয়াস্ত্র ও দৈত্যাকার গাড়ি।
আগুন হাতে আগুন হতে আর কত দেরী?

এতো নৃশংসতা পৈশাচিকতা বর্বরতা!
এখন এই তিনটি শব্দে লেখা হবে কবিতা।
এরপরেও রক্তে আনবে না উষ্ণতা
কালি দিয়ে লিখবে কবিতা?

রাত ১১টা ৩৫
২ অক্টোবর,২০২১