চলে গেলেন পথিকৃৎ মানুষটি– ব্রজ রায়। ভারতবর্ষে মরণোত্তর দেহ ও অঙ্গ প্রদান আন্দোলন গড়ে তুলতে পথ দেখিয়েছিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন ১৩ মে,২০২১

কিছূ কিছু মানুষ
তমাল সাহা
(সামনে ব্রজ রায়ের মুখ)

কিছু কিছু মানুষ থেকে যায়…
তাদের ঘরে বসে থাকা বড় দায়!
পা আর হাত অচল হলে
তারা প্রতিবন্ধী হয়ে যায়। মানুষ! মানুষ! করে তারা হইচই বাঁধায়।

মরণোত্তর দেহদান– এও এক চিকিৎসা আন্দোলন।
চোখে থাকে গণদর্পণ
সমাজে এর কত প্রয়োজন— আজীবন চেতনা বৃদ্ধির লক্ষ্যে লড়ে যায়
একজন অগ্রণী পথিক ব্রজ রায়।

ব্রজ রায় নামটি হয়ে গেল ইতিহাস
এসব মানুষ ক্রমে ক্রমে বিরল হয়ে যায়।
চেতনা বাড়ানোর সংগ্রামে
লেখা থাকবে তার নাম
গণ-আন্দোলনের পাতায়।