অবতক খবর,২৪ অক্টোবর: করোনা আবহে সব বিধিনিষেধ মেনে থিম ও মণ্ডপসজ্জা দিয়ে শ্যামাপুজোর ৭২তম বর্ষে এবার নজর কাড়তে চলেছে দক্ষিণ নবপল্লী অ্যাসোসিয়েশন। পুজোর থিম সবুজায়ন। এছাড়াও পুজোর পার্শ্বদৃশ্যায়ন হিসেবে থাকছে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যানার।

খুঁটিপুজো উপলক্ষ্যে রবিবারের সকালে পুজো কমিটির উদ্যোক্তা বিপ্লব রায় জানান,করোনা বিধিনিষেধ মেনেই সবদিক নজরে রেখে এবার বৃহৎ কলেবরে পুজো করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তাঁরা।সেরা মণ্ডপসজ্জা ও স্থানীয় মৃৎশিল্পী সমন্বয়ে বড় পুজোর উদ্যোগ নিয়ে দক্ষিণ নবপল্লী অ্যাসোসিয়েশনের মুল লক্ষ্য অবশ্য বারাসাতের সেরা কালীপুজো গুলির তালিকায় ঢুকে পড়া কারণ বারাসাতে কয়েকটি পুজো কমিটি বড় বাজেট থেকে পিছিয়ে এসেছে।বারাসাতের অন্যতম প্রাচীন সার্বজনীন পুজো দক্ষিণ নবপল্লী অ্যাসোসিয়েশন এবার তাঁদের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ।