অবতক খবর,২৪ অক্টোবর,বাঁকুড়া:- হাইভোল্টেজ সুপার সানডে মুখোমুখি ভারত পাকিস্তান।

ভারতবর্ষের অলিগলিতে ক্রিকেট মানেই একটা আবেগযুক্ত উন্মাদনা। আর সেই ক্রিকেট ম্যাচ ভারতের সাথে পাকিস্তানের হলে সে নিয়ে তো কোন কথাই নেই,নামে ক্রিকেট ম্যাচ হলেও যুদ্ধ যুদ্ধ একটা গন্ধ পাওয়া যায়।পাড়ার অলিগলি থেকে শুরু করে রাজপথে চায়ের কাপে তুফান ওঠে।আজ সুপার সানডে 2021 টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ সুপার ম্যাচে, ভারতের মুখোমুখি পাকিস্তান,প্রায় ৮৬০ দিন পর আবার এই যুদ্ধ । তাই আজ সকাল থেকেই বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে মানুষের মধ্যে দেখা গেল চরম উন্মাদনা এবং সাথে উঠলো চায়ের কাপে তুফান।এর আগে অনেকবার মুখোমুখি এই দুই দল,যদিও বিশ্বকাপের পরিসংখ্যানে ভারত অনেকটাই এগিয়ে পাকিস্তানের থেকে ।

চন্দন মুখার্জি নামে এক শিক্ষক জানালেন,”সকাল থেকেই মনের মধ্যে উন্মাদনা নিয়ে বসে আছি এই ম্যাচ কে উপভোগ করার জন্য,এটা শুধু খেলা নয় এটা একটা যুদ্ধ”।

বিদেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এবারের টি-টোয়েন্টির বিশ্বযুদ্ধ।আর এই বিশ্বযুদ্ধে ভারতের প্রথম ম্যাচেই বিপক্ষ পাকিস্তান কে পেয়েছে,এই নিয়ে উন্মাদনা যেখানে শীর্ষে,বাংলার ক্রীড়াপ্রেমীরা আশায় বুক বাঁধছেন ভারতের জয় নিয়ে।এখন শুধু সময়ের অপেক্ষা ফলাফল কি হয়।