অবতক খবর,১৬ অক্টোবরঃ আলোর শহর হঠাৎ করেই যেন থমকে গেল। কথাটা বললে একদমই ভুল। কোথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তাই এক পার্বণ কাটতে না কাটতে ই আরেক পার্বণের সময় চলে এসেছে। সোজা ভাষায় বললে দুর্গা মা কৈলাসে নিজের স্বামীর সংসার সামলাতে বাড়ি ফিরেছে আর অপরদিকে এবার মরতে আসছে আরেক মা। হ্যাঁ একদমই ঠিক ধরেছেন কালীপুজোরই কথা হচ্ছে তবে এই কালীপুজোয় এখন হয়তো দেখা যায় বিভিন্ন ইলেকট্রিক আলোর সজ্জা, তবে তার মাঝেও ঐতিহ্যবাহী হয়ে থাকে তেল সোলতায় জ্বলা মাটির প্রদীপ। দু বছর খুব ভয়ানক স্বপ্নের মধ্যে দিয়ে গেছে গোটা বিশ্ব। বন্ধ হয়ে গেছিল বিভিন্ন উৎসব ও পূজা, এ বছর জাঁকজমক করেই পালন করা হলো দুর্গোৎসব এবার কালী পুজোয় মত্ত হবে গোটা বাংলা। আর কালীপুজো মানে সন্ধ্যেবেলায় প্রত্যেক বাড়িতে প্রদীপ দিয়ে সাজানোর ধুম। মাটির প্রদীপের আলোয় ভরে উঠবে গোটা বাংলা। তবে এবারের মাটির প্রদীপ কতটা কেনাবেচা হলো?

কত রকমারি মাটির প্রদীপ তৈরি করেছে শিল্পীরা?

রংবেরঙের মাটির প্রদীপ হাতে গড়া এই প্রদীপ দক্ষিণ দাড়ির শিল্পীদের ঘর থেকে ছড়িয়ে যাচ্ছে গোটা বাংলায়। আবার কোথাও কোথাও দেখা গেল হাতির পথিকৃতির ওপর প্রদীপ আবার কোথাও পুরনো দিনের লন্ডনের মতন মাটির প্রদীপ শয্যায়। এবারের মাটির প্রদীপ কেনাবেচায় লাভের মুখ দেখবে কিনা সেই নিয়ে এক মাটির প্রদীপের কারিগর জানান, বিগত করোণায় অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল তবে এবছর লাভের আশায় আছেন তারা এবং কেনাবেচা ও গতি পেয়েছে।