অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া :-   হাওড়া ৪৫ নম্বর ওয়ার্ডের পঞ্চাননতলায় কালি পুজো ঘিরে রণক্ষেত্র চেহারা নেয়।পাড়ায় একটি ছোট কালীপূজো করা কে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর এলাকার লোকেরা রাস্তাঘাট পরিষ্কার করতে গেলে ওই পাড়ার এক যুবক পল্টু রায় ধারালো অস্ত্র নিয়ে এসে আক্রমণ করে এলাকার এক যুবককে।

ইতিমধ্যে তাকে বাঁচাতে এসে রক্তাক্ত হয় পাড়ার দুই মহিলা। টুম্পা ঘোষ ও টুসি ধারা , ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।কেটে যায় দুই মহিলার হাতের আঙ্গুল। এর পরে স্থানীয় নাজিরগঞ্জ থানায় পল্টু রায়ের নামে লিখিত অভিযোগ করলে সন্ধ্যেবেলা তাকে আটক করে নাজিরগঞ্জ থানার পুলিশ।তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন পল্টুর অত্যাচারে এলাকার মানুষ আতঙ্কিত।

 

 

ইতিমধ্যে নাজিরগঞ্জ থানায় তার নামে চার-চারটি লিখিত অভিযোগ করা হয়েছে।তবে কোনো অজ্ঞাত কারণে পল্টু রায় আবার ছাড়া পেয়ে চলে আসে এলাকায় এবং সাধারণ মানুষের উপরে আক্রমণ শুরু করে। তবে পল্টু রায়ের তাণ্ডবে এলাকার মানুষের নাভিশ্বাস উঠছে। আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা।