অবতক খবর,  উত্তর দিনাজপুরঃ কেন্দ্রীয় সরকারের প্রনয়ন করা সিটিজেন অ্যামান্ডমেন্ড আইন(সিএএ), এন আর সি ও এন পি আর এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের নির্দেশে মানব বন্ধন কর্মসূচি পালন করল কালিয়াগঞ্জ ব্লক ও শহর তৃণমূল কংগ্রেস।

কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড় থেকে শুরু হওয়া মানব বন্ধন পৌঁছে যায় সুকান্ত মোড় পর্যন্ত। কালিয়াগঞ্জ শহরের মানব বন্ধনে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের নবনির্বাচিত তৃনমূল কংগ্রেস বিধায়ক তপন দেব সিংহ, কালিয়াগঞ্জ শহর তৃনমুল কংগ্রেস সভাপতি তথা কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল সহ তৃণমূল শীর্ষ নেতৃত্ব। মানব বন্ধন কর্মসূচিতে অসংখ্য তৃনমূল কংগ্রেস কর্মী সমর্থক ছাড়াও সাধারন মানুষও শামিল হয়েছিলেন। কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধায়ের ডাকে আমাদের এই মানব বন্ধন কর্মসূচী। সিএএ, এন আর সি ও এন পি আর এর বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই মানব বন্ধন কর্মসূচি।’ তিনি আরও জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোন অবস্থায় এই রাজ্যে সিএএ, এনআরসি, এনপিআর লাঘু করতে দেবেন না ।’