অবতক খবর,২ অক্টোবর: রাজ্যের তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য সরকার গঠনের পড় থেকেই একে একে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান দিচ্ছে।এবারে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান কৃষ্ণচন্দ্র বর্মন তৃণমূলে যোগ দিলেন। শুক্রবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ ব্লক যুব তৃণমূল সভাপতি প্রদীপ বোসের নেতৃত্বে সম্বর্ধনা প্রদান ও যোগদান সভা অনুষ্ঠিত হয়। বাঘনের বাটুল মোড়ে এই যোগদান সভায় বিজেপির পঞ্চায়েত প্রধানের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃনমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, জেলা পরিষদ সদস্য দধিমোহন দেবশর্মা, জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুন, ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম ঘোষ প্রমুখ।পদ্মের শক্ত ঘাঁটি কালিয়াগঞ্জে এই প্রথম বিজেপির পঞ্চায়েত প্রধান দলত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন। এদিন প্রধান কৃষ্ণচন্দ্র বর্মন ছারাও বিজেপির সদস্য মানিক রাজবংশী ও প্রতিমা দেবর্শমা এবং নির্দল সদস্য সালেমা বেগম ও নির্মল বর্মন তৃণমূলে যোগদান করে। প্রধান সমেত এই ৫ জন সদস্যের যোগদানে কালিয়াগঞ্জের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের শাসন ক্ষমতা তৃনমূলের দখলে আসা নিশ্চিত হল।