স্বাধীনোত্তর ভারতবর্ষে ঐতিহাসিক কৃষক সংগ্রাম ছ’মাস পূর্তি দিবস পালন আজ ২৬মে,২০২১। সারা ভারতবর্ষে এ দিনটি প্রতিবাদী কালা দিবস হিসাবে ঘোষিত হয়েছে।
চল্লিশটি কৃষক সংগঠন এবং চৌদ্দটি রাজনৈতিক দলের সম্মিলিত উদ্যোগে এই কালা দিবস আন্তর্জাতিক ক্ষেত্রে এক ইতিহাস রচনা করবে।
স্বাধীন দেশে এমন বৃহত্তর কৃষক সংগ্রাম ইতিপূর্বে দেখা যায়নি।

কালা দিবসের গান
তমাল সাহা

দেশ স্বাধীন,আমরা পরাধীন!
এ কথা কি মান্য?
কালা দিবস তবে কিসের জন্য?

মাটির মানুষ জমির জান
কিষানের গ্রাস কেড়ে নেয়
গণতান্ত্রিক সংবিধান!
রাষ্ট্রের মুখে যাদের ভাত
তাদেরই হত্যার চক্রান্ত–
এতো মাথায় বজ্রপাত!
কালা দিবস– প্রতিবাদ অভ্রান্ত।

পথে চলমান মিছিলের স্লোগান
মাটির মানুষ কিষানেরা চালাবেই অভিযান।
কৃষক মারা কৃষি বিল করো প্রত্যাহার।
কর্পোরেটের দালাল রাষ্ট্র—
আজ তার বিরুদ্ধে মুখোমুখি লড়াই
তোমার আমার
দৃঢ় অঙ্গীকার, হবে না পথভ্রষ্ট।

২৬ মে কৃষক সংগ্রাম—
ছ’মাস পূর্তি, লড়াইয়ের দায় মানবিক।
দুনিয়া দেখুক শাসক কত দানবিক
দেখুক কিষান-কিষানি কত সাহসিক!
সহজেই রাষ্ট্রের চোখে চোখ রেখে
ভারতবর্ষ হয়ে উঠছে ঐতিহাসিক।