অবতক খবর, সংবাদদাতা ,বালুরঘাট :-  বালুরঘাট ব্লকের কামার পাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে থ্যালাসেমিয়া পরীক্ষা হলো বুধবার। মূলত গর্ভবতী মা ও মহিলাদের থ্যালাসেমিয়া পরীক্ষা বা স্ক্রীনিং করা হয়। এদিন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মহিলাদের থ্যালাসেমিয়া স্ক্রীনিং করার কথা থাকলেও এলাকার কিচ্ছু পুরুষরাও থালাসেমিয়া

পরীক্ষা করে। কামার পাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ডাক্তার গোলাম মোস্তফা জানান ,এদিন এলাকার দেড়শো মহিলার স্ক্রীনিং করার লক্ষ্য থাকলেও ভীড় হওয়ায় তা প্রায় ৩০০ র কাছাকাছি পৌছে যায়। তিনি জানান এলাকায় থ্যালাসিমিয়া কমাতে ,প্রতি মাসেই এমন থ্যালাসেমিয়া স্ক্রিনিং করানো হবে।