অবতক খবর,১০ আগস্টঃ কামারহাটির বিস্ফোরণ কাণ্ডে তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য।

গতকাল দুপুর তিনটে নাগাদ কামারহাটিতে ধোবিয়াবাগান বিকট বিস্ফোরনের শব্দে কেঁপে ওঠে । গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায় । এলাকার আশেপাশের মানুষ ছুটে এসে দেখে গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে শেখ নিশান নামে বছর ৪২ এর এক যুবক । অপর আহতের নাম আব্দুল নঈম (৫২) ওই এলাকারই বাসিন্দা । বেশ কয়েকদিন ধরে তারা ওখানে ভাড়া থাকছিল বলে জানান স্থানীয় কাউন্সিলর । কার্যত আহত দুই ব্যক্তিকে সমাজবিরোধী আখ্যা দেন ওই এলাকার কাউন্সিলর । প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বলেন বলে জানান । প্রসঙ্গত, নিশানকে প্রথমে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । আহত আব্দুল নঈম প্রথমে আহত অবস্থাতেই এলাকা থেকে পালিয়ে যায়, পরে পুলিশ তার হদিস পায় ।

প্রাথমিক ভাবে পুলিশকে বিভ্রান্ত করার জন্য প্রথমে তারা জানায় রান্না করতে গিয়ে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটেছে । কিন্তু পুলিশ এর সন্দেহ হয় কারণ ঘটনাস্থল থেকে বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে এবং এলাকাটি ঘিরে দেয় । এরপর আহত নইমকে থানায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরণের আসল তথ্য উঠে আসে । পুলিশ সূত্রে খবর, পুলিশের প্রাথমিক জেরায় নইম জানায়, নিশান কারো কাছ থেকে বোমা তৈরি করার বরাত পেয়েছিল । আর দুপুর বেলা সেই বোমা বানানোর কাজ চলছিল । নিশানই তাকে ডেকে নিয়ে আসে এই কাজের জন্য । আর তৈরি করার সময়ই বিস্ফোরণ ঘটে । পুলিশ জানতে পারে নিশান ধোবিয়াবাগানেরই বাসিন্দা তার বাড়ি ভেঙে যাওয়ায় বছর খানেক ধরে কামারহাটিতে শেখ আলীজানের বাড়ির নিচতলা ভাড়া নিয়েছিল । সেই ভাড়া বাড়িতেই চলছিল বোমা বাধার কাজ । আহত আব্দুল নঈম কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । আজ ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের আসার কথা রয়েছে ।