অবতক খবর,১৩ এপ্রিলঃ কাপড়ের দোকানে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। এই ঘটনায় দোকানের সমস্ত কাপড় ও অন্যান্য জিনিস পত্র পুড়ে গিয়েছে। দোকান মালিক টিটুল পূর্বের অভিযোগ কেউ বা কারা তার দোকানে স্বরযন্ত্র করে আগুন লাগিয়েছে। শর্ট সার্কিট বা অন্য কারনে আগুন লাগেনি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, রাত প্রায় দুটা নাগাদ তিনি জানতে পারেন যে তার দোকানে আগুন লেগেছে।

এরপর তড়িঘড়ি দোকানে ছুটে আসেন এবং দেখতে পান যে তার দোকানে আগুন লেগেছে। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। রাতেই স্থানীয়রা আগুন নেভানোর কাজে লেগে পড়েন। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন,ততক্ষনে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন দোকান মালিক। ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান টিটুল পূর্বে । ষড়যন্ত্র করে দোকানে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ীরাও। এই ঘটনার প্রতিবাদে আজ হাপ্তিয়া গছ বাজারের দোকান পাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।