কাকে দেখে
তমাল সাহা

আমি ভাবি বঙ্গপ্রদেশে মাস্টারদা ক্ষুদিরাম প্রফুল্ল চাকী বিনয় বাদল দীনেশ এরা সত্যিই কি ছিল বা কল্পনা প্রীতিলতা বীণা
সুভাষ নামে কোন লোক কি এখানে জন্মেছিল
তারা কি কোন দৃষ্টান্ত রেখে যেতে পারেনি
তারা কি পরাজিত পরাস্ত!
তবে কোথায় গেল সেই বোমা বারুদ অস্ত্র?

আমার মতো কত লক্ষ লক্ষ কবি লেখক ঘরে বসে লিখেছে শারদীয় পুস্তকে
পড়ে দেখি কত চিন্তা মনন তাদের মস্তকে!

হেমন্ত বেলা পড়েছে শীত আসে বুঝি
এখন কত বইমেলা লেখকেরা হাঁটে
নাট্যমেলা শিল্পীরা মঞ্চ দাপায়
লড়াইয়ে কারা বসে আছে অবস্থানে
কল্লোলিনী রাজধানী কলকাতাকে কাঁপায়!

সব লেখা পড়া হয়ে গেছে
সব নাটক দেখা হয়ে গেছে শুধু কলম আর অভিনয়ের দাপাদাপি
অভিনয় ও শব্দসজ্জা লুকিয়ে আছে বইয়ের পাতায়,
মানুষ কোথায়?

প্রজন্মের সামনে মহাশূন্যতা। তারা উদাসীন দৃষ্টিতে কাকে দেখে
আকাশ ছাড়া আর কার দিকে তাকায়!