অবতক খবর,২৯ ডিসেম্বরঃ জগদ্দল বিধানসভার কাউগাছি-২ গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর সংসদের অম্বিকা পল্লীতে প্রকাশ্যে চলছে পুকুর ভরাটের কাজ। অভিযোগ, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাটের কাজ চালাচ্ছে জমি হাঙরেরা। উপ-পুরপ্রধান দাঁড়িয়ে থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়ির উল্টোদিকে প্রায় দু-বিঘে আয়তনের পুকুর ভরাটের কাজ চলছে। কিন্তু নীরব পঞ্চায়েত কর্তৃপক্ষ। জেসিবি দিয়ে মাটি কেটে পুকুরে ফেলার সময় বাসুদেবপুর থানার পুলিশ এসে মেশিনটিকে বাজেয়াপ্ত করেছে। যদিও উপ-পুরপ্রধান শেখ ইমতেয়াজ আলি অভিযোগ অস্বীকার করে বলেন, এবারো-খেবড়ো জমি জেসিবি দিয়ে সমতল করার কাজ চলছিল। পুকুর ভরাটের অভিযোগ ঠিক নয়।