অবতক খবর,১২ জুনঃ অভিষেকের নবজোয়ার নামে যে যাত্রা শুরু হয়েছে তা ১০ জুন কাঁচরাপাড়া কাঁপা মোড়ে এসে পৌঁছায়। কিন্তু এই যে নবজোয়ার, সেখানে সাধারণ জনতা বা জনজোয়ারকে কোন গুরুত্বই দেওয়া হল না। তারা তেমন মর্যাদাই পেলেন না। কিছু রাজ্যনেতা মন্ত্রী সদলে উপস্থিত ছিলেন,তাঁরাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর তাঁকে সংবর্ধনা দিলেন,এই পর্যন্ত ঠিকই আছে। কিন্তু তাও কয়েক মিনিটের ব্যাপার এবং তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে মাপা দূরত্বে হাঁটলেন। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়িতে উঠে সোজা জাগুলিয়ার দিকে যাত্রা করেন।

এদিকে নিজেদের সমর্থকদের মধ্যেই প্রশ্ন উঠেছে,এই যে নবজোয়ার, তিনি যুবনেতা,এই যে সাধারণ মানুষ এবং যুব দল উপস্থিত ছিল তারা এই যাত্রায় কোনই গুরুত্ব পাননি। আরো উল্লেখযোগ্য ,এই অঞ্চলের কাঁচরাপাড়া-হালিশহর অঞ্চলের টাউন সভাপতি এবং নামকরা নেতা এবং কাউন্সিলররা উপস্থিত থাকলেও তারা কেউই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে ঘেঁষতে পারেননি। এমনকি রাজ্য নেতা-মন্ত্রীরা তাঁকে সংবর্ধনা দেওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তাঁর নিরাপত্তা বাহিনী তাদের রীতিমতো হটিয়ে দেয়। যা দেখে দর্শকরাও যার পর নাই বিস্মিত হয়ে যান। তাহলে কি বোঝা যাচ্ছে,এই যে নবজোয়ার,এই যে জনজোয়ার তাতে সাধারণ মানুষদের কোন গুরুত্বই নেই। তাহলে একে নবজোয়ার বলে লাভটা কি? নব প্রজন্মের কেউই যদি নেতার কাছে উপস্থিত হতে না পারেন,তাদের নেতার সঙ্গে কথাবার্তা না বলতে পারেন,তাহলে তাদের কি গুরুত্ব আছে এই নব জোয়ার অভিযানে?