অবতক খবর,৪ জুলাইঃ‌ পঞ্চায়েত প্রধান রবি নিয়োগীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে পোস্টার। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কাঁপা-চাকলা গ্রাম পঞ্চায়েতে। পানশালা থেকে তোলাবাজি এবং বেআইনি পুকুর ভরাটের অভিযোগ তুলে পোস্টার পড়লো কাঁপা-চাকলা গ্রাম পঞ্চায়েতে।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপি নেতাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই পোস্টার পড়েছে।

অন্যদিকে এই নিয়ে পঞ্চায়েত প্রধান রবি নিয়োগীর দাবি, এই কাজ বিজেপি এবং সিপিআইএমের। সামনে কিছু বলার ক্ষমতা নেই তাই রাতের অন্ধকারে এইসব করছে। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ তদন্ত করছে।

অন্যদিকে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি রূপক ঘোষ জানান, এই অঞ্চলে বিজেপির আধিপত্য তেমন নেই। রবি নিয়োগী এবং তাঁর কিছু সঙ্গপাঙ্গ সেখানে দাপিয়ে বেড়ায়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আজকের এই ঘটনা।