অবতক খবর,১৪ নভেম্বরঃ কাঁচরাপাড়া ১৪ নং ওয়ার্ডে পালিত হলো শিশু দিবস। এই ওয়ার্ডের দায়িত্বে যারা রয়েছেন অর্থাৎ কাউন্সিলরের সঙ্গীতা সাউ এবং তাঁর স্বামী সীতেশ জয়সওয়াল,তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজন করা হল অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা এবং প্রাক্তন শিক্ষকরা। এছাড়াও ছিল ছোট ছোট শিশু এবং তাদের অভিভাবকরা। ছোট শিশুদের হাতে তুলে দেওয়া হল পঠন-পাঠন সামগ্রী তুলে দেওয়া হয়।

এ প্রসঙ্গে কাউন্সিলর সঙ্গীতা সাউ এবং সীতেশ জয়সওয়াল বলেন,”স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরুর জন্মদিনের দিনটিকেই শিশু দিবস হিসেবে পালন করা হয়। কারণ পন্ডিত জহরলাল নেহেরু শিশুদের যেমন ভালোবাসতেন, তেমনি তিনি শিশুদের কাছেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার শ্রদ্ধা এবং স্মরণে আমরা আজকের এই বিশেষ দিনটি পালন করলাম। শিশুরাই আগামীর ভবিষ্যৎ। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”