অবতক খবর,২৭ জানুয়ারিঃ কাঁচরাপাড়ার পথ চলতি মানুষদের ফের ভোগান্তি। কিছুদিন আগেই কলেজ মোড়ে জলের পাইপ ফেটে যাওয়ার কারণে সেই পাইপ মেরামতি এবং রাস্তার কাজ শুরু হয়েছিল। কাঁচরাপাড়া পৌরসভার উদ্যোগে কাজটিও সম্পন্ন হয়। কিন্তু তার কিছুদিন কাটতে না কাটতেই ফের ওই একই জায়গা থেকে পাইপ ফেটে জল বের হতে দেখা যাচ্ছে। তিন দিন ধরে এত জল সেখান দিয়ে বেরোচ্ছে যে, পথচারীরা এখন এই নিয়ে ক্ষুব্ধ।

এই নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন যে, তবে কয়েকদিন আগে কি কাজ হল যে আবার পাইপ ফেটে জল বেরোচ্ছে! কারা টেন্ডার নিল,কোন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ হল, এমন কাজ কেন হল? তাদের কি কোন হুঁশ থাকে না? সাধারণ মানুষ তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন আমাদের সংবাদমাধ্যমে।

ফের কাঁচরাপাড়া কলেজ মোড়ে পাইপ ফেটে যাওয়ার কারণে হু হু করে জল বেরোচ্ছে। এখন প্রশ্ন,তবে কি কাজ হলো?

সাধারণ মানুষ বলছেন,ফের ওই জায়গায় কাজ হবে, গর্ত করা হবে, মানুষকে অসুবিধায় ফেলে এবং সাধারণ মানুষের টাকা খরচা করে চলবে কাজ।