শুভেন্দু বাংলার মানুষকে আলো দেখাচ্ছেন,ছেলের প্রশংসায় শিশির অধিকারী

অবতক খবর,২৭ জানুয়ারিঃ বৃহস্পতিবার কাঁথির একটি সরস্বতী পুজোর অনুষ্ঠানে যান শিশির অধিকারী। সেখানে প্রবীণ সাংসদ বলেন, ‘নিজের ছেলে বলে বলছি না৷ শুভেন্দুকে জন্ম দিয়েছে কাঁথি৷ আর এখান থেকে গিয়ে ও (শুভেন্দু) বাংলার মানুষকে আলো দেখাচ্ছেন। সর্বস্ব দিয়ে গণতন্ত্র রক্ষা করার চেষ্টা করছে৷’ মেজো ছেলে শুভেন্দু অধিকারীর প্রশংসা করার পাশাপাশি পুলিশের ভূমিকারও তীব্র সমালোচনা করেন কাঁথির তৃণমূল সাংসদ। পুলিশকে তৃণমূলের দলদাস বলে কটাক্ষ করেন তিনি।

পুলিশের সমালোচনা করে শিশির অধিকারী বলেন, ‘শুভেন্দু অধিকারীর নামে যদি ২৮ টি মামলা হয়, সৌমেন্দু অধিকারীর নামে ১০ টি মামলা হয়, তাহলে রামের (শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা) নামে ৪ টে মামলা হয়! গত এক দেড় বছর ধরে কাঁথি শহরে পুলিশকে স্যালুট করে চলতে হয়। পুলিশের বড়বাবুটা ভাল কাজ করছেন। কেউ কোথাও অন্য পার্টি করলে তাকে ডেকে আনছেন, হাজির করাচ্ছেন। চমকাচ্ছেন! পয়সার তো একবারে বন্যা বইছে।’