অবতক খবর,২৯ ডিসেম্বর: অদ্ভুত এই জনপদ কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া ১১ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রাজা রায় এখন জয়ী সংঘের মাঠ সংলগ্ন রাস্তার ধারে তিনফুট বাই চারফুটের অস্থায়ী জায়গা নিয়ে লটারি টিকিট বিক্রি করছেন।

রাজা রায় জানাচ্ছেন, তিনি এখন খুব অর্থ কষ্টের মধ্যে পড়েছেন। নিরুপায় হয়ে তিনি এখন এই লটারির টিকিট বেঁচে সংসার চালাচ্ছেন। রাজা রায় সঙ্গে প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁর প্রাধান্যেই রাজা রায় ছাত্র অবস্থাতেই কাঁচরাপাড়া পৌরসভার কাউন্সিলর পদে মনোনয়ন পান এবং নির্বাচিত হন। পরবর্তীতে শুভ্রাংশু রায় তৃণমূল দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করলে, রাজা রায়ও বিজেপিপন্থী হয়ে পড়েন। কিন্তু শুভ্রাংশু রায় পুনরায় তৃণমূল দলে ফিরলেও তাঁর সঙ্গে ঘনিষ্ঠ এইসব কাউন্সিলরা বিপদে পড়েছেন। কারণ তৃণমূল দলে এদের এখনও কোনো গ্ৰহণযোগ্যতা নেই। ফলত তারা দোলাচলে পড়েছেন। আগামী ভবিষ্যৎ কি তাও বুঝতে পারছেন না।

এই করোনাকালীন সংকটে আর্থিক অসচ্ছলতার জন্য তিনি বাধ্য হয়েছেন লটারির টিকিট বিক্রি করতে, এমনই জানালেন।