আমার যীশু
তমাল সাহা

এক)
রাষ্ট্রীয় খুন

বড়দিন মানে
কেক ক্যান্ডি ক্যান্ডেল বেল টিনসেল
গির্জা–আলো ঝলমল আগুন।

যীশুর দেহ থেকে রক্ত ঝরে
কেউ বলে না, এটা রাষ্ট্রীয় খুন!

দুই)
মৃত্যুকাঠ

এ কোন ভালোবাসা পৃথিবীতে ছড়ায়?
নিজের মৃত্যুকাঠ নিজেই বহন করে নিয়ে যায়!

কেমন করে এই ভার বহন করো
নিজের কাঁধে!
পৃথিবীকে ভাবায় যুগ থেকে যুগে
কি ছিল দোষ,কোন অপরাধে?

তিন)
যিশুর মুখ

বড়দিন এলেই যিশুকে মনে পড়ে
কাঁটার মুকুটপরা মাথা
ঝুঁকে আছে মাটির দিকে
পেরেকবিদ্ধ হাত-পা থেকে রক্ত ঝরে।

যিশুর জন্মদিন
আসল বিষয়টি তুচ্ছ হয়ে যায়
কেক পিকনিক মাইকের উৎসবে
নগর ভেসে যায়।

চার)
ফাদার ও শাসক

দেখো যিশু, দেখো
কত বড় ফাদার দেখো!
প্রেম বিলাও-বলে ভালোবাসা বিলায়
হাত রাখে প্রজা নয় শাসকের মাথায়!

তোমারি করুণা হতে
বঞ্চিত না হই প্রভু!
হ্যাপি ক্রিসমাস! মেরী ক্রিসমাস!
অন্ধকার চেপে রেখে
আলোয় ভাসে শহর দেখে যাই শুধু!

পাঁচ)
বড়দিন

শোনো যিশু
দিন বড় হলে আর কি হবে?
বেলা বড় হবে আর
খিদে চড়চড় করে বাড়বে।

ভালো লাগবে না শুনতে
তবুও শোনো!
ওহে কেকের দিন হ্যাপি ক্রিসমাস
এখানে এক মুঠো ভাত
জোটেনা বারোমাস!