অবতক খবর,২৬ আগস্ট: কাঁচরাপাড়ার জল প্রকল্পের কাজের অগ্রগতি সরেজমিনে তদন্ত করলেন কাঁচরাপাড়ার পৌর প্রশাসক সুদামা রায়।

কাঁচরাপাড়ার জল প্রকল্পের জন্য ১২ নম্বর ওয়ার্ডে রূপরেখা রচনা করা হয়েছে। সেখানে যে জল সংগৃহীত হবে তা কোন মাটির স্তর থেকে নয়। সেই জল সংগ্রহ করা হবে গঙ্গা থেকে। সেই জল উত্তোলনের জন্য হালিশহর চৈতন্যডোবা অঞ্চলে কাঁচরাপাড়া পৌরসভার পক্ষ থেকে একটি জল উত্তোলন প্রকল্প রচিত হয়েছে। ‌সেটি আজ সুদামা রায় পরিদর্শন করেন,এর অগ্রগতি কতদূর, কি পর্যায়ে, এগুলো নিয়ে তিনি অধিকারিক, অর্থাৎ যারা এর দেখভালের দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেন। ‌

 

চৈতন্যডোবা সংলগ্ন গঙ্গা থেকে জল উত্তোলিত হয়ে সেই জল পাইপ লাইন মারফত ১২ নং ওয়ার্ডে যে জল প্রকল্পের কাজ চলছে সেখানে সংগৃহীত হবে এবং সেখানে জল পরিশুদ্ধ করার পর পানীয় জল হিসেবে কাঁচরাপাড়া শহরে সরবরাহ করা হবে।