অবতক খবর,১৯ জুন: ছিনতাইয়ের ঘটনা ঘটল কাঁচরাপাড়ায়। যার জেরে গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। গতকাল রাত এগারোটা নাগাদ কাঁচরাপাড়া ২২ নং ওয়ার্ড জ্যোতি সংঘ ক্লাবের কাছে এই ঘটনাটি ঘটেছে। করোনা আবহের জেরে সন্ধ্যে গড়িয়ে রাত নামতেই জনশূন্য হয়ে পড়ে অলিগলি। আর রাত এগারোটায় তো প্রায় জনমানবহীন হয়ে যায় রাস্তাঘাট। আর সেই সুযোগই নিচ্ছে কিছু অসৎ ব্যক্তি। গতকাল রাত এগারোটা নাগাদ তপন কুমার নামে এক ব্যক্তি কাঁচরাপাড়া জ্যোতি সংঘ সংলগ্ন রাস্তা ধরে নিজের বাড়ি ফিরছিলেন। ঠিক ওই রাস্তায় কয়েকজন যুবক তপন কুমারকে ঘিরে ধরে। এরপরের ঘটনা সম্পর্কে বর্ণনা দিয়ে তপন বাবু জানান,’তারা আমাকে ঘিরে ধরে এবং প্রায় প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। তারা মেরে আমার মাথা, মুখচোখ ফাটিয়ে দেয়। সেখানে প্রায় ছয় জন ছিল।‌ আমাকে ছেড়ে দেওয়ার জন্য আমি তাদের কাছে অনেক আবেদন নিবেদন করি। কিন্তু তারা আমাকে ছাড়েনি। তাদের মূল উদ্দেশ্য ছিল আমার টাকা ছিনতাই করা। আর তারা আমার কাছ থেকে সমস্ত টাকাপয়সা নিয়েও আমাকে এইভাবে আহত করেছে।’ এই মুহূর্তে তিনি গুরুতর আহত কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান,’যারা আমার উপর হামলা চালিয়েছে তাদের প্রত্যেককেই আমি চিনতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে আমি বীজপুর থানায় অভিযোগ দায়ের করব।’

উল্লেখ্য যে,ওই ২২ নং ওয়ার্ডেই একটি কোয়াটারে এই করোনা আবহে রমরমিয়ে চলছে মদ এবং গাঁজার ব্যবসা। যারফলে ওই অঞ্চলে বহিরাগতদের আনাগোনা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। যার ফলে ওই অঞ্চলে বেড়েই চলেছে অসামাজিক ক্রিয়াকলাপ। শুধু এই অঞ্চলেই নয়, সমগ্র বীজপুর জুড়ে বিভিন্ন সময়ে ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

হালিশহর অঞ্চলে রাতবিরেতে বেড়ে চলেছে চুরির ঘটনা। চোরেরা বাড়ির গ্রিল কেটে বাড়ির ভিতর প্রবেশ করার চেষ্টা করছে। কিন্তু সৌভাগ্যক্রমে এখন পর্যন্ত কোন অঘটন ঘটেনি। অন্যদিকে হালিশহর অঞ্চলেই সন্ধ্যাবেলায় মোবাইল ছিনতাই হয়ে গেছে কয়েকদিন আগে। করোনা আবহে মানুষ যেখানে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে সমাজের অপরাধীরা।

পুরো তথ্যে খুব শীঘ্রই প্রকাশিত হবে, ছিনতাই হল কেন আর কি নিয়ে গন্ডগোল?