অবতক খবর,১৪ জুন: কাঁচরাপাড়া একটি ব্যবসায়ীক ক্ষেত্র। আর তার প্রাণকেন্দ্র হল গান্ধী মোড় এবং সংলগ্ন অঞ্চলও এখন দোকানপাটে বেশ জমজমাট। এখানে এলে আপনি সবকিছু একসাথেই পেয়ে যাবেন। সবজি বাজার থেকে মাছ বাজার, মুদি দ্রব্য,জামাকাপড়,জুতো,ঘর সাজানোর সামগ্রী,প্রসাধনী সামগ্রী ইত্যাদির ছোট-বড় বিভিন্ন দোকান রয়েছে এবং গড়ে উঠেছে বড় বড় শপিং মল। আঞ্চলিক ক্রেতা তো রয়েছেনই,প্রতিদিনই বহু ক্রেতারা আসছেন পার্শ্ববর্তী শহর গুলি থেকে। এ তো গেল শহরের ভালো দিক।

কিন্তু এত কিছুর মধ্যেও আমরা জনস্বার্থে এবং ক্রেতাসাধারণের সুবিধার্থে ও তাদেরকে সতর্ক করতে এই সংবাদ পরিবেশন করছি।

কাঁচরাপাড়ায় যেমন ব্যবসা রমরমা তেমনি চোরের উপদ্রবও খুব।

এরকম একটি ঘটনা আমরা তুলে ধরছি এই প্রতিবেদনে। গত ১২ই জুন কাঁচরাপাড়া বেমল শাড়ি সেন্টারের সামনে একটি সাইকেল সারাদিন রাখা ছিল। কিন্তু সন্ধ্যার পর দেখা যায় সাইকেলটি সেখান থেকে উধাও।‌ অনেক খোঁজাখুঁজির পরেও না মেলায় সকলেই ধরে নেন যে সাইকেলটি চুরি গেছে। ১২ তারিখের পর গতকাল অর্থাৎ ১৩ই জুন আবার খবর পাওয়া যায় কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন যে কালী মন্দির রয়েছে সেখান থেকেও একটি সাইকেল চুরি গেছে।

পরপর দু’দিন এইরকম ঘটনা ঘটায় খতিয়ে দেখা হয় দুটি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ। সেখানে এক চোরের ছবি ধরা পড়ে।

অর্থাৎ চিনে রাখুন এই চোরকে। যদি আপনারা এই চোরের সন্ধান পান বা আশেপাশে দেখতে পান তবে বেমল শাড়ি সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন অথবা জানান বীজপুর থানায়।