অবতক খবর,১ মার্চ: কাঁচরাপাড়া জোড়া মন্দির সংলগ্ন অঞ্চলে রয়েছে প্রচুর ফার্নিচার ও কাঠের দোকান। দূরদূরান্ত থেকে মানুষ আসেন কাঁচরাপাড়ায় ফার্নিচার কিনতে। ফার্নিচারের ক্ষেত্রে কাঁচরাপাড়ার বেশ নামডাক রয়েছে। কিন্তু বিগত চার পাঁচ দিন ধরে দেখা যাচ্ছে, ফার্নিচার ও কাঠ ব্যবসায়ীরা যারা দোকানের বাইরে সিজেন করার জন্য কাঠ রোদে দেন বা যে কাঠগুলি বাইরে পড়ে থাকে সেগুলি চুরি হয়ে যাচ্ছে।

ওই অঞ্চলের কাঠ ব্যবসায়ী প্রশান্ত মন্ডলের দোকানের সামনে থেকে চুরি হয়েছে ফার্নিচারের তিনটি কাঠ। আরেক ব্যবসায়ী চিন্তাহরণ এর দোকানের সামনে থেকে চুরি হয়েছে চার-পাঁচটি ফার্নিচারের কাঠ। এই ঘটনা ক্রমাগত ঘটার পর পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন ব্যবসায়ীরা। তখন দেখা যায় প্রতিদিন গভীর রাত ২টো থেকে ৩টে নাগাদ এক ব্যক্তি ভ্যান নিয়ে এসে ওই কাঠগুলো তুলে নিয়ে যাচ্ছে।

এই ফুটেজ দেখার পরেই নড়েচড়ে বসেন ব্যবসায়ীরা। আজ দুপুর তিনটে নাগাদ সকল ব্যবসায়ীরা মিলিত হয়ে এই চুরি বিষয়ে বীজপুর থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন কাঠ ও ফার্নিচার ব্যবসায়ীরা।