অবতক খবর,৩০ জুন: কাঁচরাপাড়াবাসীদের জন্য অত্যন্ত খারাপ খবর। কাঁচরাপাড়ায় হতে পারে কড়াকড়ি লকডাউন। দুদিন আগে কাঁচরাপাড়া পৌরসভায় একটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। সেই বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন পৌর প্রশাসনিক আধিকারিক সহ থানা প্রশাসন। এই মিটিংয়ে একাধিক অভিযোগ উঠে আসে যে,শহরের বেশিরভাগ অঞ্চলেই এই আংশিক লকডাউন মানা হচ্ছে না।

যেমন-গান্ধীমোড়,মন্ডল বাজার,সিটিবাজার,লিচুবাগান,ডাঙ্গাপাড়া সহ অন্যান্য আরো কয়েকটি অঞ্চলে মানুষ লকডাউন অমান্য করে মানুষ মাস্ক ছাড়া বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছে এবং খোলা থাকছে দোকানপাট। এদিকে এই নিয়ে পুলিশের কোন ভূমিকাই দেখা যাচ্ছে না।

জানা গেছে,এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,প্রথমে এই সকল বাজার ঘুরে দেখবে পৌর প্রশাসন এবং থানা প্রশাসন।

সেখানে যদি দেখা যায়, মানুষ এই আংশিক লকডাউনের বিধিনিষেধ মানছে না,তবে কড়াকড়ি লকডাউনের পথে হাঁটবে প্রশাসন।
ইদানিং মানুষ এতটাই কর্মব্যস্ত হয়ে পড়েছে যে,তারা ভুলেই যাচ্ছে করোনা নামক এই মারণ ভাইরাস এখনো শেষ হয়ে যায়নি। করোনার দ্বিতীয় ঢেউয়ের পরেও মানুষের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে। মানুষ মুখে যথাযথভাবে মাস্ক পরছে না।
এদিকে থানা প্রশাসনের পক্ষ থেকেও কোনরকম কোন সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে না জনসাধারণের উদ্দেশ্যে। যার কারণে আরো লাগামছাড়া আচরণ করছে মানুষ।

গতবছর লকডাউনে পুলিশ প্রশাসনের যে সক্রিয় ভূমিকা দেখা গিয়েছিল,তা এবার দেখা যাচ্ছে না।
সূত্রের খবর, করোনা সংক্রান্ত প্রচার ও সচেতনতা প্রসারে ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসন। এবার পৌরসভা দায়িত্ব নিয়ে শহর ঘুরে দেখবেন এবং যে সমস্ত অঞ্চলে, বাজারে বা শপিং মলে বিধিনিষেধ মানা হবে না সেগুলিকে বন্ধ করে দেওয়া হবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।