অবতক খবর , বিজু , বর্ধমান :- দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে কাঁকসার ১১মাইল থেকে খেরবাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের কাজের সূচনা হলো আজ। পথশ্রী প্রকল্পের মাধ্যমে এদিন রাস্তা সংস্কারের সূচনা করেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে,কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য্য, জেলা পরিষদের সহ -সভাধিপতি সমির বিস্বাস,গলসির বিধায়ক অলোক কুমার মাঝি সহ অন্যান্য আধিকারিকরা।এদিন ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তা সংস্কারের সূচনা করেন জেলাশাসক।
পাশাপাশি করোনা সচেতনতায় এদিন প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেওয়া সমস্ত মানুষকে মাস্ক পরিয়ে ,সাবধানের থাকার বার্তা দেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি।
জেলা পরিষদের সহ সভাধিপতি সমির বিস্বাস জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী অভিযান প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে বেশ কিছু নতুন রাস্তা ও রাস্তা মেরামতের যে উদ্যোগ নিয়েছেন সেই প্রকল্পের মাধ্যমে জেলা পরিষদের উদ্যোগে কাঁকসার ১১মাইল থেকে খেরবাড়ি পর্যন্ত প্রায় ৬কিলোমিটার রাস্তার মেরামতের সূচনা করা হলো।শীগ্রই কাজ শুরু হবে। রাস্তার মেরামতের কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার মানুষ।তারা জানিয়েছেন রাস্তা খারাপ থাকার কারণে এলাকার মানুষকে নিত্যদিন সমস্যার মধ্যে পড়তে হতো।