একটি কবিতা একটি গান বাঙালির হৃদয় জুড়ে
সেই মানুষটি চলে গেলেন ১৯ মে আমাদের ছেড়ে…

কল্লোল
তমাল সাহা

তুমি কত বড় সাংবাদিক-সাহিত্যিক ছিলে সেটা আমার কাছে নয় খুব জরুরি।
তুমি লিখেছিলে, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি–
মাতৃভাষা চেতনায় আমাদের করে দিয়েছিলে একাকার তুমি আবদুল গাফফার চৌধুরী।

এপার ওপার গঙ্গা-পদ্মা যতদিন বয়ে যাবে কলধ্বনি
আমাদের রক্তপ্রবাহে কল্লোল জাগিয়ে যাবে তোমার এই ধ্রুপদী নির্মাণখানি।

একটি কবিতা কিভাবে হয়ে ওঠে প্রাণময়
একটি ভালোবাসা কিভাবে মানুষকে জড়িয়ে রাখে
তুমি রেখে গেছো তার পরিচয়।