নিজস্বসংবাদদাতা ::অবতক খবর :: ৫ই ডিসেম্বের ::নদীয়া :: আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী অ-শিক্ষক কর্মচারীরা আজ রেজিস্ট্রারের ঘরের সামনে ধর্নাতে বসেন।তাদের দাবি ছিলো সুপ্রিম কোর্টের বক্তব্য অনুযায়ী নূন্যতম বেতন আঠেরো হাজার করতে হবে।কাজের নিশ্চয়তা প্রদান করতে হবে এবং অবসরের বয়স ৬০ বছর করতে হবে ।

আজকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনের ।কর্মচারী সংঘঠনের সভাপতি সুধীর পাল। সাধারণ সম্পাদক মনোজ সিংহ।তারা জানান বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ তাদের দীর্ঘনির দাবি না মানলে পরবর্তীকালে তারা আরো বৃহত্তর আন্দোলের পথে যাবেন ।

তারা বলেন ,বিশ্ববিদ্যালয়ে চাকরিকালীন অবস্থায় কেউ মারা গেলে তাদের বাড়ির লোকেদের স্থায়ী চাকরি হচ্ছেনা ।উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চাকরিকালীন অবস্থায় মৃতের পরিবার স্থায়ী চাকরি পেয়েছেন কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সেটা হচ্ছেনা।অস্থায়ী কর্মচারীরা স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আসছেন না ।

এই বিষয়ে রেজিস্ট্রার এবং ভাইস চ্যান্সেলরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি ।