অবতক খবর,৫ ডিসেম্বর: মহা করোনাকালের মধ্যেও বইমেলার উদ্বোধন হল আজ কল্যাণী সেন্ট্রাল পার্ক ময়দানে। করোনা বইকে প্রতিহত করতে পারে না। করোনা মানুষ মারতে পারে, জ্ঞানচর্চাকে রুদ্ধ করতে পারে না। তার প্রমাণ রাখল কল্যাণী বইমেলা। আজ এই বইমেলার শুভ উদ্বোধন করেন এনআইবিজি’র গবেষক ডাঃ অরিন্দম মৈত্র।

মেলা কর্তৃপক্ষ জানান ৬২ হাজার স্কোয়ার ফিট জুড়ে মেলার আয়োজন করা হয়েছে। ৫১টি বইয়ের স্টল থাকছে, বিশেষভাবে থাকছে লিটিল ম্যাগাজিন স্টল।

১১ ও ১২ ডিসেম্বর থাকছে কবিতা ও গল্প পাঠের আসর। এছাড়াও দুদিন থাকবে নাট্যানুষ্ঠান। বিশেষ সেমিনার কোভিড সংক্রান্ত আলোচনায় থাকবেন বিদগ্ধ বক্তারা।

বইমেলাটি চলবে দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত। করোনা বিধিকে যথাযথ মান্যতা দিয়ে বই মেলার অনুষ্ঠান চলবে। ‌