সেই ৬ ডিসেম্বর আবার ফিরে আসে। ভারতীয় প্রাচীন স্থাপত্য বাবরি মসজিদ চুরমার করে দিয়েছিল ধর্মীয় মস্তানেরা। সম্প্রীতির মুখে কালি মাখানোর দিন ছিল এদিন।আজ নিজেদের চেতনা ফেরানোর দিন।

বিরিয়ানি-বেগুনি
তমাল সাহা

এসব গল্প এখন খুব শোনা যাচ্ছে।
ওদের ইদের দাওয়াত
এদের সত্য নারায়ণের সিন্নি।
আসলাম চাচার বিরিয়ানি
আর গণেশদার আলুর চপ বেগুনি।
সব আমরা ভাগাভাগি করে খেয়েছি।

আসলাম চাচার দোকান ভেঙে দিয়েছে
ধর্মীয় মস্তানেরা
গণেশদার তেলেভাজার দোকান
তছনছ করে দিয়েছে ধর্মীয় দুশমনেরা।

ধর্মকে সাম্প্রদায়িক করে
আমরা বিরিয়ানি-বেগুনি খেয়ে যাই।