অবতক খবর,২৮ মে,কলকাতা,সুমিত: ২৮শে মে,শনিবার দুপুর ২টো ২০ মিনিট নাগাদ একটি নম্বর থেকে ফোন যায় ময়দান থানার সার্জেন দর্জি গ্যালপো (Surgeon Dorjee Gyalpo) বাবুর কাছে। ফোনে জানানো হয় একজন ভদ্রমহিলা নাম শ্রেয়া সেনগুপ্ত বেনিয়াপুকুর থানার অন্তর্গত বাসিন্দা। তিনি হঠাৎই শহীদ মিনার চত্বরে অসুস্থ হয়ে পড়েন। এই খবর পাওয়ার সাথে সাথেই সময় নষ্ট করেননি ময়দান থানার সার্জেন দর্জি গ্যালপো বাবু। তিনি সেই মুহূর্তেই এই ঘটনার খবরটি ময়দান থানার ওসি সুনির্মল রায় বাবুকে জানান।

তারপরেই ময়দান থানার ব্যবস্থাপনায় কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্স এ করে ওই ভদ্রমহিলাকে এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুধু এখানেই শেষ নয়, অতি দক্ষতার সাথে দ্রুত ওই ভদ্রমহিলার পাশে দাঁড়িয়ে ভদ্রমহিলার সুচিকিৎসার ব্যবস্থা করতেও ছাড়েননি আরো ময়দান থানার দুই পুলিশ কর্মী এস আই মলয় সর্দার এবং অপর ময়দান থানার পুলিশ কর্মী লেডি হোমগার্ড সোমা সাউ (দে)। শুধু এখানেই শেষ নয় দীর্ঘ ৫ ঘন্টা ধরে ওই অসুস্থ হয়ে পড়া ভদ্রমহিলার সমস্ত সুচিকিৎসার ব্যবস্থা করেন পাশে দাড়িয়ে থেকে ওই দুই ময়দান থানার পুলিশকর্মী এস আই মলয় সর্দার এবং লেডি হোমগার্ড সোমা সাউ (দে)। একইসাথে দ্রুত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠে ময়দান থানার পুলিশ কর্তাদেরকেও ধন্যবাদ জানাতে ভোলেননি অসুস্থ হয়ে পড়া শ্রেয়া সেনগুপ্ত। একই সাথে তিনি আরো জানান, আমাদের সমাজে এখনও বহু পুলিশকর্মী আছেন আমাদের সাধারণ মানুষের কাছে দেবতুল্য তাই সকলকে বলব কলকাতা পুলিশকে সন্মান অবশ্যই করবেন।