অবতক খবর,৮ নভেম্বরঃ ডেঙ্গু এ রাজ্য তথা এদেশে উদ্বেগ জনক পরিস্থিতি সৃষ্টি করেছে। এটা নিয়ে রাজনীতি করার সময় এটা নয়। চিঠি দিয়ে নোটিশ দিয়ে ও রাজনৈতিকভাবে বিরোধিতা করে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাবে না। তেলেঙ্গানা কর্ণাটক উত্তরপ্রদেশেও ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগ জনক। রাজ্যের সরকার এবং কলকাতা পুরসভা তাদের অভিজ্ঞতা ও এক্সপাটাইজেশন কে কাজে লাগানো হচ্ছে।

শুধুমাত্র রাজ্যের সরকার বা পুরসভা গুলির পক্ষ থেকে ডেঙ্গুর লার্ভা নিধনে ব্যবস্থা গ্রহণ করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাবে না। এর জন্য চাই জনসচেতনতা। কলকাতার উত্তর থেকে দক্ষিণের বিস্তীর্ণ অঞ্চলে ড্রোন উড়িয়ে প্রায় ৩৫০ টি বাড়ির ছাদে এবং নানান জায়গায় জমা জলে মশার লার্ভার হদিশ মিলেছে। বারবার মানুষকে এ সম্পর্কে সচেতন করার বার্তা দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে পরিস্থিতির বদল ঘটানো সম্ভব হয়নি। তাই শহর কলকাতার আপামর মানুষজন কলকাতা পুরসভা ও রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে নিজের এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে জল জমে জাতে মশার লার্ভা না জন্মায় তা নিশ্চিত করার কাজে সহযোগিতা করলে,,, এ রাজ্য তথা এদেশ থেকে ডেঙ্গু কে দূর করার কাজে সাফল্য আসবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।