অবতক খবর: বঙ্গোপসাগরের ওপর তৈরি সুস্পষ্ট নিম্নচাপ আর কয়েক ঘণ্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে৷ হাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে তৈরি এই নিম্নচাপ একাধিক রাজ্যে প্রভাব ফেলবে৷ মূলত এরই জেরে ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ৷ মঙ্গলবার বঙ্গে অনেকটাই বাড়বে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার কলকাতায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে৷ বিকেলের দিক থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ হতে পারে ৯১ শতাংশ অবধি৷ যার জেরে অস্বস্তি জারি থাকবে৷ ফলে বারেবারে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গবাসী হাঁসফাঁস আর্দ্রতার ফাঁসে নাকাল হবে চূড়ান্ত৷ অতিরিক্ত আর্দ্রতার জেরে ফিল লাইক তাপমাত্রার সর্বোচ্চ পরিমাণ সেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকবে৷ মঙ্গলবারের সর্বোচ্চ ফিল লাইক তাপমাত্রা হতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস৷


এদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপের পাশাপাশি উত্তরপ্রদেশে এই মুহূর্তে একটি সাইক্লোনিক সার্কুলেশন জারি রয়েছে৷ যা মধ্য ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে ভারতের মৌসম বিভাগ জানিয়েছে, ৩ অগাস্ট পর্যন্ত ভারতের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশায় বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের বা কখনও কখনও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ একইরকম আবহাওয়ার সম্ভাবনা রয়েছে রাজস্থানেও ৷ সেখানে ২ অগাস্ট পর্যন্ত এই আবহাওয়া জারি থাকবে৷