অবতক খবর, ৭ডিসেম্বর : শহর কলকাতায় পর্যটন শিল্পকে আরো আকর্ষণীয় করে তুলতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পর্যটন দপ্তর। নব মহাকরণে সাংবাদিক সম্মেলন করে ইন্টিগ্রেটেড সিটি পাশ সম্পর্কে জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়। শহর কলকাতা ও শহরতলীর বেশ কিছু দর্শনীয় স্থানকে চিহ্নিত করে সেই সমস্ত স্থানে যাতে পর্যটকরা সহজেই পৌঁছে যেতে পারে তার জন্যই এই ইন্টিগ্রেটেড সিটি পাশ চালু করা হচ্ছে। এছাড়াও কোন লাইন দেওয়া বা টিকিট কাটার ঝামেলা ছাড়াই, পর্যটক তার লক্ষ্যে স্থানে অর্থাৎ কোন কোন জায়গায় তিনি যেতে চান সেটা অনলাইন এপ্লিকেশনের মাধ্যমে নির্ধারিত করতে পারবেন। তারা অনলাইন পেমেন্টের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই এই ইন্টিগ্রেটেড সিটি পাশ পেয়ে যাবেন। এক সপ্তাহ বা সাতদিনের ভ্যালিডিটি থাকবে এই QR Code Based Integrated City পাশের। পাশাপাশি শহর কলকাতা এবং তার সংলগ্ন স্থানে কি কি দর্শনীয় স্থান রয়েছে তার তালিকাও পাওয়া যাবে ইন্টিগ্রেটেড সিটি পাশের এর মাধ্যমে। প্রাথমিক পর্যায়ে প্রায় ২১ টি দর্শনীয় স্থানকে চিহ্নিত করে প্রথম পর্যায়ে এই পাশের ব্যবহার শুরু হতে চলেছে। এই ইন্টিগ্রেটেড পাশ-এর ব্যবহার সম্পূর্ণভাবে চালু হয়ে যাওয়ার পর আরোও একাধিক দর্শনীয় স্থানকে চিহ্নিত করে এই ইন্টিগ্রেটেড পাশের সুযোগ-সুবিধার সঙ্গে যুক্ত করা হবে। এই অনলাইন পাশের উদ্বোধন হবে চলতি মাসের ১৫ ই ডিসেম্বর। শীতের মরশুমে কলকাতার দ্রষ্টব্য স্থানগুলিতে বিদেশি পর্যটকদের ভিড় বাড়াতে পর্যটন দপ্তর এই নয়া উদ্যোগ গ্রহণ করেছে।