অবতক খবর, নয়াদিল্লীঃ করোনা ভাইরাস আতঙ্কের জেরে  দিল্লির সমস্ত স্কুল,কলেজ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করা হয়েছে, শুধুমাত্র যারা পরীক্ষার্থী তাদের জন্য স্কুল খোলা আছে। সতর্কতামূলক ব্যবস্থা  হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লির শিক্ষমন্ত্রী।

দিল্লিতে যাদেরকে করোনা ভাইরাস সংক্রমণ করেছে তাদেরকে হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে চিকিৎসা করা হচ্ছে। এখনো পর্যন্ত এই মরণ মহামারীর ওষুধ তৈরি হয়নি। ক্রমে ক্রমে  ভারতের সব রাজ্য ও জেলার মধ্যে ছড়িয়ে যাচ্ছে অন্যান্য দেশের মতো। এখনো পর্যন্ত ভারতের কেরালাতে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে । তবে চিকিৎসকদের ধারণা ,নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বাইরে বেরোলেও মাক্স পরে বেরোতে হবে ও বাড়ি পৌঁছে তৎক্ষণাৎ হাতে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে ধুলে এই ভাইরাসটি কম ছড়াবে।