অবতক খবর , শিলিগুড়ি :    শিলিগুড়িতে করোনা রোগীর রিপোর্ট ঠিকসময় মতো আসছে না বলে অভিযোগ রোগী এবং রোগীর আত্মীয়দের।রোগী পজিটিভ হবার পরে আর রিপোর্ট আসছে না বলে অভিযোগ রোগী এবং রোগীর আত্মীয়দের। ফলে রোগী বুঝতেই পারছেন না সে পজিটিভ কি নেগেটিভ। নেগেটিভ রিপোর্ট না আসার কারনে রোগী নিশ্চিত হতে পারছেন না তার বর্তমান অবস্থা নিয়ে। নেগেটিভ রিপোর্ট না আসায় অনিশ্চয়তায় ভুগছেন তার পরিবারও।

যে যে রোগী হোম কোয়ারেনটাইনে আছেন তাদের আবার টেষ্ট করতে বলা হচ্ছে আবার যারা ভর্তি আছেন তাদেরও বলা হচ্ছে আরো অপেক্ষা করতে।এই নিয়ে বিস্তর অভিযোগ আসছে অবশ্য এই নিয়ে কোন মন্তব্য করতে নারাজ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ।তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রোগী বেড়ে যাবার কারনে এই সমস্যা,তারা চেষ্টা করছেন যাতে সব ঠিক হয়ে যায়।