অবতক খবর,৫ মে: আজ সকালেই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরেই তিনি করোনা মোকাবিলায় একগুচ্ছ নির্দেশিকা জারি করলেন। আর তারমধ্যে অন্যতম লোকাল ট্রেন পরিষেবা। আগামীকাল থেকেই সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও এই নির্দেশিকায় তিনি বলেন,
১.সংখ্যায় অর্ধেক হবে রাজ্য পরিবহণের বাস ও মেট্রো সংখ্যায় অর্ধেক হবে।
২.সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে।
৩.সকাল ৭টা থেকে ১০টা আর বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে বাজার-হাট।
৪.মাস্ক সকলকে আবশ্যিকভাবে পরতে হবে।
৫.সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে।
৬.শপিং মল,রেস্তোঁরা, বার,সিনেমা হল এসব পরবর্তী নির্দেশিকা জারি পর্যন্ত বন্ধ থাকবে।
৭.৫০ জনের বেশি যেকোনরকম জমায়েত নিষিদ্ধ।
৮.বেসরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে।