অবতক খবর :: দক্ষিণ দিনাজপুর :: ১জুন ::   গত পঞ্চাশদিন ধরে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লাগাতার নানান রকমের উদ্যোগ গ্রহণের মাধ্যমে কর্মসূচি চালিয়ে যাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের উজ্জীবন সোসাইটি। আজ ওদের ৫০তম আউটরিচ কার্যদিবসে হিলি ব্লকের বিনশিরা গ্রাম পঞ্চায়েত এলাকার ইসমাইলপুর, কালাইবাড়ি, শ্যামপুর প্রভৃতি প্রাথমিক বিদ্যালয়ে আটক পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইন সেন্টারে চাল, ডাল, আলু, সোয়াবিন, মুড়ি, পেয়াজ, লবণ, লঙ্কা প্রভৃতির প্যাকেট তুলে দেন কোয়ারেনটাইন কেন্দ্রে আটক থাকা প্রত্যেক মানুষের হাতে।

মহারাষ্ট্র, গুজরাট, কেরল, প্রভৃতি ভিনরাজ্য থেকে দলে দলে পরিযায়ী শ্রমিকরা এখন ঘরে ফিরে আসছেন । এদের প্রতি সহানভূতিশীল উজ্জীবন সোসাইটি, ওদের পাশে থাকার বার্তা দিয়ে দিনরাত সংগঠনের স্বেচ্ছাসেবক গণ কাজ করছেন। সরকারী উদ্যোগে এলাকায় অনেক কোয়ারেন্টাইন সেন্টার হয়েছে। সেখানে আছেন অনেক পরিযায়ী শ্রমিক। নানান রকমের অসুবিধে সত্ত্বেও করোনা মোকাবিলায় স্বইচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন এরা। এখানেই রয়েছেন পরিযায়ী শ্রমিকরা। সেখানে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সচেতনতা প্রসারের কাজ করে চলেছেন সংগঠনের স্বেচ্ছাসেবকগণ।

লকডাউনে মানুষের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। উজ্জীবন সোসাইটির ক্ষুদ্র সামর্থে, করোনা মহামারি রুখতে সচেতনতা প্রসারের কাজ প্রতিদিন করে চলেছে। পথচলতি মানুষের মধ্যে মাস্ক বিতরন করা, রক্তদান শিবির, খাদ্যদ্রব্য বিতরণ, স্যানিটাইজার, সাবান বিতরণ, গ্রামে গ্রামে ঘুরে মানুষকে হাত ধোয়ার কৌশল শেখানো, বিভিন্ন এলাকায় জীবানুনাশক স্প্রে করা, ভিনরাজ্যে আটক শ্রমিকদের জন্য নানান উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে উজ্জীবন সোসাইটি কাজ করছেন।

‘করোনা মহামারী’ প্রতিরোধে বাইরে বেরুলে ‘মাস্ক পরা বাধ্যতামূলক’ , এই বিষয়টির উপর খুব জোর দিয়েছে এই সংগঠন। পাশাপাশি গ্রামে গ্রামে পোষ্টারিং করা, দেওয়াল লিখন, হ্যান্ডবিল বিতরণ এই কাজগুলোও করে চলেছেন এরা। উজ্জীবন সোসাইটির এই উদ্যোগে ‘উত্তরের রোববার’ এবং ‘বালুরঘাট দি হোপ’ উজ্জীবন সোসাইটিকে নানানভাবে সহায়তা দিয়ে চলেছেন । উজ্জীবন সোসাইটির সম্পাদক সূরজ দাশ বলেন, আগামী দিনেও করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লাগাতার কাজ চলবে।