অবতক খবর , শিব শংকর , বালুরঘাট :- করোনা কেড়ে নিল উত্তরবঙ্গের আরও একজন বিশিষ্ট দন্ত চিকিৎসক ও সমাজসেবীকে।দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিশিষ্ট দন্ত চিকিৎসক রামেন্দু ঘোষ ,গতকাল গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পরলোক গমন করেন।

করোনায় আক্রান্তের পর তাকে বালুরঘাট থেকে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তার পরিবারের লোকেরা।যদিও সেখানে চিকিৎসার পর তার নেগেটিভ এসেছিল। কিন্তু তার পরবর্তি ধাক্কাটা আর সামলে উঠতে পারেন নি।

তিনি জেলা হাসপাতালে দন্ত চিকিৎসার পাশাপাশি জেলার বিভিন্ন সমাজ সেবী সংস্থ্যার সাথে জড়িয়ে ছিলেন।মৃত্যু কালে তার ৫৯ বছর বয়স হয়েছিল।কলকাতায় দন্ত চিকিৎসকের ছাত্র অবস্থা চলাকালীন তৃতীয় বর্ষ থেকেই তার দন্ত চিকিৎসার ব্যাপারে নাম ডাক হয়।

এই সময় একবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জোতি বসু দাতের সমস্যা নিয়ে হাসপাতালে এলে রামেন্দু ঘোষ তার চিকিৎসা করে সুস্থ্য করে তোলেন। প্রয়াত দন্ত চিকিৎসক রামেন্দু ঘোষের সামাজিক অবদানের জন্য জি বাংলার তরফে সৌরভ গাঙ্গুলির প্রথম দাদাগিরি সিরিয়াল পর্বে তিনি বালুরঘাট থেকে অংশ গ্রহন করেন।

তার মৃতদেহ বালুরঘাটে সড়ক পথে আজ নিয়ে আসা হচ্ছে। বিশিষ্ট দন্ত চিকিৎসক ও সমাজসেবী রামেন্দু ঘোষের অকাল প্রয়ানে শোক জ্ঞাপন করেছেন জেলার বিশিষ্টজনরা।