অবতক খবর , বিজু , বর্ধমান :- করোনা আবহে বন্ধ মেলা।তাই আসানসোলের রবীন্দ্রভবনের সামনে মুক্তহাটে পসরা নিয়ে হস্তশিল্পীরা বসেছে।এদিন নানান ধরনের হাতের তৈরি পসরা সাজিয়ে হস্তশিল্পীরা হাটে বসেছে।

এই পসরা কিনতে হাজির ক্রেতারাও।জানা গিয়েছে, করোনা আবহে আসানসোলের হস্তশিল্পীরা সম্যসায় পড়েছেন।এই সময় মেলা বন্ধ তাই নিজেদের হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করতে পারছিলেন না।

তাই এদিন রবীন্দ্রভবনের সামনে মুক্তহাটে বসেই হস্তশিল্পীরা নিজেদের তৈরি জিনিস বিক্রি করছেন।প্রথম দিনেই এই হাটে বহু ক্রেতার সমাগম হয়েছিলো।প্রায় ৯ মাস পরে মুক্তহাটে নিজেদের হাতের তৈরি জিনিসপত্র বিক্রি খুশি হস্তশিল্পীরা।