করোনা আতঙ্ক ছড়ালঃ বীজপুরের বিভিন্ন ওয়ার্ডে ব্যারিকেড গড়ে তুলেছেন স্থানীয় মানুষ

অবতক খবর,২৩ এপ্রিল : ইতিমধ্যেই হালিশহর অঞ্চলে নবোদয় ক্লাব সংলগ্ন অঞ্চল, বটতলা, বীণাপানি স্কুল মাঠ, সরকারপাড়া এইসব অঞ্চলগুলি সিল হয়ে গেছে। আচার্যপাড়া পুরো সিল করে দেওয়া হয়েছে। আজ পুরো ঐ অঞ্চলে আরো ব্যাপকভাবে স্যানিটাইজেন কার্য চলবে। স্থানীয় প্রশাসনের কড়া নজরদারিতে রয়েছে ঐ অঞ্চল। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

এদিকে জনস্বার্থে অস্বীকার না করে উপায় নেই, কাঁচরাপাড়া জুড়েও আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় মানুষ নিজেদের রক্ষার্থে শ্রীলক্ষ্মী সিনেমা অঞ্চল, ১৫নং ওয়ার্ড, ১৬, ১৭, ১৯ নং ওয়ার্ড, ডাঙাপাড়া অঞ্চলের বিভিন্ন রাস্তায় বাঁশ-কাঠের তক্তা দিয়ে ব্যারিকেড গড়ে তুলেছেন।

এদিকে হালিশহর পৌরপ্রধান জানিয়েছেন, এভাবে স্থানীয় মানুষ নিজেদের ইচ্ছামত ব্যারিকেড তৈরি করতে পারেন না।এসব করলে জনমনে আরো বেশি আতঙ্ক তৈরি হবে। এটা করা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। যারা এই কার্যে যুক্ত তারা অভিযুক্ত হবেন এবং তাদের বিরুদ্ধে থানা-প্রশাসনিক অর্থাৎ আইনি ব্যবস্থা নেওয়া হবে।